|
Date: 2023-12-28 05:38:36 |
রেল লাইনের নাট-বল্টু চুরি হয়, কখনো কি শুনেছেন রেল লাইনের পাথর চুরি হয়। এবার কক্সবাজার রেল লাইন থেকে রাতের আধারে পাথর চুরির ঘটনা ঘটছে বলে জানা গেছে।
র্যাব-১৫ এর আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী বলেন, রেললাইন থেকে পাথর চুরি এটি রেলের জন্য মারাত্মক বিষয়। রাতের অন্ধকারে পাথর চুরি করছে নিজেরা লাভবান হওয়ার জন্য। কাদের বাড়িতে পাথর নেওয়া হচ্ছে তা হাতিয়ে দেখার পাশাপাশি গোয়েন্দা নজরদারি রেখেছে। এ ঘটনায় জড়িত যেই থাকুকনা কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানান তিনি।
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের নগরী কক্সবাজার। মানুষ ক্লান্তি মেটাতে অবসর সময়টুকু হাতে নিয়ে এই সমুদ্র সৈকতের পর্যটন নগরীতে আসেন খনিকের জন্য। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সড়ক ও বিমান পথের মাধ্যমে কক্সবাজারে এতোদিন আসা গেলেও নতুন একটি আরামদায়ক ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা রেলপথ । প্রায় ১৮ হাজার ৩৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় এ রেললাইন।
© Deshchitro 2024