‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌঁছে যাব আমরা উন্নতির শিখরে’ এই প্রতিপাদ্য নিয়ে ‘গণজাগরণের শিল্প আন্দোলন’ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগের অংশ হিসেবে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে সোমবার সন্ধ্যায় গণজাগরণের যন্ত্র সংগীত উৎসব শহিদ দৌলত ময়দানে অনুষ্ঠিত হয়।


৮-২৬ ডিসেম্বর ২০২৩ সারাদেশে অনুষ্ঠিত হবে গণজাগরণের যন্ত্র সংগীত উৎসব। তারই অংশ হিসেবে কক্সবাজারে আজ এই আয়োজন করা হয়।



অনুষ্ঠানে যন্ত্রসংগীত পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমির যন্ত্রসংগীত শিল্পীরা। বাংলা ঢোল,বেহালা,ব্যাঞ্জো,ম্যান্ডোলিন,হারমোনিয়াম,তবলা,মৃদঙ্গ,খোল,করতাল,বাঁশিসহ বিভিন্ন দেশী-বিদেশী বাদ্যযন্ত্রের সুরমূর্ছনায় মুখরিত হয়ে ওঠে ছুটির দিনের সন্ধ্যা।


জসীম উদ্দিন বকুলের সঞ্চালনায় এই আয়োজনে অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপ্তি চাকমা,অধ্যাপক নীলোৎপল বড়ুয়া,নাট্যকর্মী মো: খোরশেদ আলম প্রমুখ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024