নীলফামারীর ডোমারে ‘শেখ রাসেল প্রমীলা ফুটবল টুর্নামেন্ট ২০২৩’ এর দ্বিতীয় সেমিফাইনালে দাপুটে জয় পেয়েছে জয়পুরহাট জেলা প্রমীলা ফুটবল দল। আজকের জয়ের মাধ্যমে বগুড়ার গাবতলী রক্সি ফুটবল একাডেমির প্রতিপক্ষ হিসেবে ফাইনালে জায়গা করে নিল তারা।

রবিবার (২৪শে ডিসেম্বর) বিকাল ৪টায় উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আজিজার মিয়ার হাট দোকান মালিক সমিতি ও স্থানীয় যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত শেখ রাসেল প্রমীলা ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে সভাপতিত্ব করেন—মির্জাগঞ্জ মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রভাষক ইলিয়াস হোসেন।

২য় সেমিফাইনালে পরস্পরের মুখোমুখি অংশগ্রহণ করে—জয়পুরহাট জেলা প্রমীলা ফুটবল দল ও চাঁপাইনবাবগঞ্জের শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ফুটবল একাডেমি।

প্রথমার্ধের খেলার ৫ম মিনিটেই রাইট উইং থেকে শিউলির বাড়িয়ে দেওয়া বলে গোল করে জয়পুরহাটের বন্যা। সেই গোলের ৪ মিনিট পর ম্যাচের ৯ম মিনিটে গোলকিপারের বাড়ানো বলে চাঁপাইনবাবগঞ্জের জালে গোল করেন ফরোয়ার্ড আলপি। ম্যাচের ২০ মিনিটে পপির আরেকটি গোলে ৩-০ ব্যবধান গড়ে বিরতিতে যায় জয়পুরহাট।

দ্বিতীয়ার্ধের খেলায় চাঁপাইনবাবগঞ্জ আর ম্যাচে ঘুরে দাঁড়াতে পারেনি। ম্যাচের ৩১তম মিনিটে রাইট উইঙ্গার শিউলির পাসে আবারও গোল করেন পপি এবং শেষ পর্যায়ে ম্যাচের ৫২তম মিনিটে আবারও গোল করে দলকে ৫-০ তে এগিয়ে নেয় আলপি। নির্ধারিত সময়ের খেলায় জয়পুরহাট জয়লাভ করে।

আয়োজকরা জানান, আগামী বুধবার (২৭শে ডিসেম্বর) বিকাল ৩টায় একই ভেন্যুতে ফাইনাল ম্যাচে মাঠে নামবে শক্তিশালী গাবতলী রক্সি ফুটবল একাডেমি (বগুড়া) ও হট ফেবারিট জয়পুরহাট জেলা প্রমীলা ফুটবল দল।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024