|
Date: 2023-12-24 11:15:31 |
নীলফামারীর ডোমারে ‘শেখ রাসেল প্রমীলা ফুটবল টুর্নামেন্ট ২০২৩’ এর দ্বিতীয় সেমিফাইনালে দাপুটে জয় পেয়েছে জয়পুরহাট জেলা প্রমীলা ফুটবল দল। আজকের জয়ের মাধ্যমে বগুড়ার গাবতলী রক্সি ফুটবল একাডেমির প্রতিপক্ষ হিসেবে ফাইনালে জায়গা করে নিল তারা।
রবিবার (২৪শে ডিসেম্বর) বিকাল ৪টায় উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আজিজার মিয়ার হাট দোকান মালিক সমিতি ও স্থানীয় যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত শেখ রাসেল প্রমীলা ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে সভাপতিত্ব করেন—মির্জাগঞ্জ মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রভাষক ইলিয়াস হোসেন।
আয়োজকরা জানান, আগামী বুধবার (২৭শে ডিসেম্বর) বিকাল ৩টায় একই ভেন্যুতে ফাইনাল ম্যাচে মাঠে নামবে শক্তিশালী গাবতলী রক্সি ফুটবল একাডেমি (বগুড়া) ও হট ফেবারিট জয়পুরহাট জেলা প্রমীলা ফুটবল দল।
© Deshchitro 2024