রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মুক্তি মহিলা সমিতির আয়োজনে চাইল্ড ক্লাব নির্বাচন অনুষ্ঠিত হয়


রবিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০ টায় মুক্তি মহিলা সমিতির মাঠে এ আয়োজন করা হয়। মুক্তি মহিলা সমিতির নাইট কেয়ার প্রজেক্টের কক্ষে ব্যালট বাক্স রেখে নিরপেক্ষ নির্বাচন করেন।


দৌলতদিয়া চাইল্ড ক্লাব আয়োজিত মুক্তি মহিলা সমিতি (এমএমএস) ও মুসলিম চ্যারেটি (ইউকে)  এর আর্থিক সহযোগিতায় নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষে চাইল্ড ক্লাবের শিশুদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ সময় , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তফা মুন্সী চেয়ারম্যান উপজেলা পরিষদ গোয়ালন্দ ও সভাপতি গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগ,

বিশেষ অতিথি হিসেবে ছিলেন আব্দুর রহমান মন্ডল চেয়ারম্যান দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ, মোঃ রুহুল আমিন উপজেলা সমাজসেবা অফিসার গোয়ালন্দ, 

মোঃ দেওয়ান তোফায়েল হোসেন উপজেলা যুবউন্নয়ন অফিসার গোয়ালন্দ, মোঃ শহিদুল ইসলাম প্রধান শিক্ষক দৌলতদিয়া মডেল হাই স্কুল, মোছাঃ মর্জিনা বেগম নির্বাহী পরিচালক এমএমএস, মোঃ আতাউর রহমান মঞ্জু প্রোগ্রাম ডিরেক্টর এমএমএস, মোছাঃ আখি আক্তার প্রোগ্রাম কোঅর্ডিনেটর এমএমএস। 

সভাপতিত্ব করেন শ্রাবণী আক্তার ভাইস চেয়ারম্যান চাইল্ড ক্লাব, সঞ্চালনায় নুরুজ্জামান মিয়া ফিল্ড ফ্যাসিলিটেটর এমএমএস ।

আরও উপস্থিত ছিলেন  জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, স্কুল শিক্ষক, নারী প্রতিনিধি এবং ১০ থেকে ১৮ বছরের চাইল্ড ক্লাবের শিশুরা। এ চাইল্ড ক্লাবের শিশুর সংখ্যা ৬৫০ জন এদের মধ্যে মেয়ে ৩৫০ জন ও ছেলে ৩০০ জন, ৯টি পদে  নির্বাচন করেন (চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান,সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক,ক্যাশিয়ার, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক,  ৩ জন মেম্বার), ৯ টি পদের জন্য ২৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছে।

এসময় ভোট কেন্দ্রে সকল অতিথিবৃন্দ পরিদর্শন করেন এবং পর্যালোচনা করে।

 নির্বাচন চলাকালীন সময়ে প্রার্থীরা নিজেদের যোগ্যতার কথা তুলে ধরে তাদের ভোট চাইতে থাকেন।সকল প্রার্থী নিজেদের পক্ষে ভোট চান শিশু ভোটারদের কাছে। নির্বাচন পরিচালনা কমিটি সুন্দর ভাবে নির্বাচন পরিচালনা করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024