সন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা প্রশাসনের চলমান মোবাইল কোর্ট অভিযানে তিনজনকে অর্থদন্ড দেওয়া হয়েছে।

শনিবার (২৩ ডিসেম্বর) বিকাল ৩-৪ ঘটিকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক এর পরিচালনায় সারিয়াকান্দি উপজেলার বাঙ্গালী ব্রীজে মোবাইল কোর্টের ৩ টি মামলায় মোট ১৫০০ টাকা অর্থদন্ড প্রদান এবং তাৎক্ষণিক আদায় করা হয়।
এসময় আচরণবিধি লঙ্ঘনের অপরাধে উপজেলার ধাপ এলাকার শামীম আহম্মেদের ছেলে আব্দুল্লাহ আল সিয়াম কে ৫০০/-(পাঁচশত) টাকা, সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুসারে বাড়ইপাড়া এলাকার শফিকুল সোনার এর ছেলে স্বাধীন মিয়া(২১) কে ৫০০/-(পাঁচশত) টাকা এবং একই মামলায় বগুড়া সদরের বথুয়াবাড়ি এলাকার মতিউর রহমানের ছেলে পাভেল(২২) কে ৫০০/-(পাঁচশত) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
সারিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছে। কোনো প্রকার বিশৃঙ্খলা এবং আচরণ বিধি লঙ্ঘন হলেই সাথে সাথে মোবাইল কোর্ট পরিচালনা করে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে।
জনস্বার্থে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি। 
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024