|
Date: 2023-12-22 21:24:21 |
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারীর ডোমার সদরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে নৌকা মার্কার প্রচার মিছিল ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২শে ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের ছোটরাউতা ভূজারীপাড়া মন্দির প্রাঙ্গনে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ। এতে সভাপতিত্ব করেন—ডোমার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ময়নুল ইসলাম মাস্টার।
সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ (রশিদুল) এর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার পৌরসভার প্যানেল মেয়র সেলিম রেজা, সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি দুলু মিয়া, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ রাশেদুজ্জামান রাশেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান মানিক, সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ তানভীর ইসলাম সোহেল প্রমুখ।
এসময় বক্তারা আগামী ৭ই জানুয়ারীর নির্বাচনে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে সমুন্নত রাখতে নৌকা মার্কার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারকে তৃতীয়বারের মতো সংসদ নির্বাচিত করতে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।
পরে, আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের অংশগ্রহণে সভাস্থল থেকে নৌকা মার্কার একটি প্রচার মিছিল বের হয়ে ছোটরাউতা আন্ধারুর মোড় বাজার প্রদক্ষিণ করে।
© Deshchitro 2024