|
Date: 2023-12-21 04:09:39 |
কক্সবাজার থেকে বানিজ্যিক রেল চলাচল শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত এ রুটে অনলাইনে ১ কোটি ৮ লাখ ২০ হাজার টাকার এবং কাউন্টার থেকে ৩০ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে। সর্বমোট ১ কোটি ৩৮ লক্ষ ২০ হাজার টাকার টিকিট বিক্রি হয়েছে। এ হিসাব গেলো ২৭ দিনের। যদিও ১ ডিসেম্বর থেকে শুরু হয় কক্সবাজার থেকে ঢাকার বানিজ্যিক রেল চলাচল,তবে এর টিকিট বিক্রি শুরু হয় ২৩ নভেম্বর থেকে। আর ২৩ নভেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত মোট বিক্রি ১ কোটি ৩৮ লক্ষ ২০ হাজার টাকা। বুধবার ২০ ডিসেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে রেললাইনের নিরাপত্তা সংক্রান্ত সভায় এ তথ্য দেন কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশন মাস্টার গোলাম রব্বানী। তিনি জানান, প্রতিদিন ২ লক্ষ লোক রেলের টিকিটের জন্যে অনলাইন সার্ভারে ক্লিক করে। তবে কালোবাজারির বিষয়টি তিনি এড়িয়ে যান এবং বলেন অচিরেই আইডি কার্ড যার টিকিট তার এ বিষয়টি নিশ্চিত করতে স্ক্যানার বসানো হবে কক্সবাজার রেল স্টেশনে। এদিকে রেলের টিকিট কালোবাজারি নিয়ে টিটিএনের সংবাদের ভিত্তিতে আদালতের স্বপ্রনোদিত মামলা দায়েরের পর টিকিট প্রাপ্তি অনেকটা সহজ হয়েছে বলে জানা গেছে। আদালত কর্তৃক দায়ের করা মামলা টি র্যাব তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
© Deshchitro 2024