মুফতি রুহুল আলম সভাপতি এবং সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল ওয়াহিদ নির্বাচিত


মৌলভীবাজারে জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদের জেলা কমিটি পূনর্গঠন হয়েছে।

কমিটি পূনর্গঠন উপলক্ষে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় শহরের শাহ মোস্তফা রোড শহিদ আইভী রহমান অডিটোরিয়ামে বার্ষিক ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মুফতি রুহুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল ওয়াহিদ এবং মাওলানা জুবায়ের আহমদ জুবেলের যৌথ সঞ্চালনায় সম্মেলনে

প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মঈনুদ্দিন খান তানভীর।

বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস।

আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার  সহ-সভাপতি মাওলানা ইবাদুর রহমান, সেক্রেটারি, হাফেজ মাওলানা সোলাইমান আহমদ, জামেয়া দ্বীনিয়া মৌলভীবাজারের মুহতামিম হাফেজ মাওলানা মজদুদ আহমদ রাফিদ, শিক্ষাসচিব, মাওলানা সাদিকুর রহমান, বড়চেগ মাদরাসার মুহতামিম মাওলানা লুৎফুর রহমান কামালী, বামুক সদর মাওলানা মোস্তফা কামাল, মাওলানা কামাল হোসাইন, দারুল উলুম মাদরাসা শিক্ষক, মাওলানা শামছুল আলম, হাফেজ মাওলানা জিয়াউর রহমান নকীব, জগন্নাথপুর মাদরাসার শিক্ষাসচিব মাওলানা নুরুদ্দীন, মাওলানা সাইফুর রহমান সাদি, জুলফিকার আল মাকনুন, মাওলানা জাকারিয়া হোসাইন, মাওলানা মুজাহিদ শাহিন, মাওলানা শিব্বির আহমদ উসমানী প্রমুখ।

সম্মেলনে আগামি ২ বছর মেয়াদের জন্য কমিটি পূনর্গঠন করা হয়। 

পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন মুফতি রুহুল আলম, কমিটির সিনিয়র সহ-সভাপতি পদে মাওলানা মোস্তফা কামাল, সহ সভাপতি মাওলানা বজলুর রহমান, সহ সভাপতি হাফিজ মাওলানা সৈয়দ মজদুদ আহমদ রাফিদ, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল ওয়াহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা শাহ মাহমুদুর রশিদ, সহ সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান কামালী, সাংগঠনিক সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ জুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক, মাওলানা নুরুদ্দীন, প্রশিক্ষণ সম্পাদক পদে হাফিজ মাওলানা জিয়াউর রহমান নকীব মনোনিত হয়েছেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024