|
Date: 2023-12-19 11:27:23 |
কক্সবাজার – ঢাকা রেলের টিকিট কালোবাজারি নিয়ে টিটিএনে প্রচারিত প্রতিবেদনের উপর আদালত কর্তৃক স্বপ্রণোদিত হয়ে দায়ের করা মামলার প্রেক্ষিতে তদন্তের কাজ শুরু করেছে র্যাব।
এ বিষয়ে র্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, আদালতের নির্দেশ পেয়ে মামলাটি তদন্তের জন্য র্যাব সদর দপ্তরে নথি পত্র পাঠানো হয়েছে।
মঙ্গলবার ( ১৯ ডিসেম্বর) র্যাব-১৫ অধিনায়ক সাংবাদিকদের এক প্রশ্নের উত্তর আরো বলেন, ইতোমধ্যে ছায়া তদন্ত শুরু করেছে র্যাব।
বিভিন্ন মিডিয়ার মাধ্যমে কয়েক মিনিটের মধ্যে টিকেট শেষ হওয়ার খবরটি আসলেই সন্দেহজনক বলেও জানান এই র্যাব কর্মকর্তা।
গেলো শুক্রবার ”কক্সবাজারে রেলের টিকিট কালোবাজারির সন্ধান” শিরোনামে প্রচারিত ওই প্রতিবেদন পর্যালোচনা করে রোববার মামলাটি দায়ের হয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্রীজ্ঞান তঞ্চঙ্গ্যার আদালতে।
এরপ্রেক্ষিতে আগামী ১৫ দিনের মধ্যে র্যাবকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
© Deshchitro 2024