|
Date: 2023-12-17 11:18:56 |
কক্সবাজারের ৪ টি সংসদীয় আসন থেকে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
রোববার (১৭ ডিসেম্বর) মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের কাছ থেকে মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন তারা।
মনোনয়ন পত্র প্রত্যাহার করা ৩জন হলেন, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে কল্যাণ পার্টির আবদুল আউয়াল মামুন, জাতীয় পার্টির সালাউদ্দিন মাহমুদ ও কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে জাকের পার্টির মোহাম্মদ ইলিয়াস।
কক্সবাজারের ৪ টি আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছিলো ৩৬ জন। সেখান থেকে বৈধ হয় ২৫ জন। সোমবার (১৮ ডিসেম্বর) ২২ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
© Deshchitro 2024