মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের  ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন  গোসাইল ডাঙ্গা যুবক গোষ্ঠী ক্লাবে  আয়োজনে ভিক্টোরি ডে ফুটবল  টুর্নামেন্ট  অনুষ্ঠিত হয়েছে।

শনিবার  (১৬  ডিসেম্বর ) গোসাইল ডাঙ্গাস্হ ডিবেইল এরিনা টাফে অনুষ্ঠিত  দিনব্যাপী এ টুর্নামেন্টে পদ্মা দল ২ -১ গোলে হালদা দলকে হায়িয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এ টুর্নামেন্টের সর্বমোট ৮টি  দল ২ গ্রুপে  অংশ গ্রহন করেন । টিমগুলো হল পদ্মা ,  মেঘনা , যমুনা , সুরমা, ধলেশ্বরী ,  মধুমতী , হালদা ও কর্ণফুলি।


খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের  মাঝে পুরস্কার তুলে  বিশিষ্ট ক্রীড়া সংগঠক কল্লোল সংঘের সভাপতি ও সিজেকেএস কাউন্সিলর  শেখ নওশাদ সরোয়ার পিল্টু। এসময় আরো উপস্থিত ছিলেন গোসাইল ডাঙ্গা যুবক গোষ্ঠী ক্লাবের সাবেক   সভাপতি  মোকতার আহমদ ,  এসকান্দার ফারুক ,  বন্দর ট্রাক মালিক সমিতির সহ সাধারণ সম্পাদক আবু তালেব সোহেল ,  যুবক গোষ্ঠীর সাধারণ সম্পাদক  সায়েদুল বাসার জুয়েল ,  যুগ্ন সম্পাদক  সিজেকেএস কাউন্সিলর   রায়হান উদ্দিন রুবেল , সিজেকেএস কাউন্সিলর আজাদ রহমান ,  সাবেক  ফুটবলার আলমগীর আলম,  বখতেয়ার আলম , এইচ এম মোস্তকিম আকতার ,  সেলিম মামুন , মশিউর রহমান ভোলা, সাংবাদিক জাহেদ কায়সার , মোঃ শওকত  , সহিদ সাইদ, আনোয়ার হোসেন ,  হুমায়ুন কবির , কারুল হাসান , মোঃ আকতার নুর আহামদ,  মো বখতেয়ার , শেখ কামরুজ্জামান সহ ক্লাবের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ । 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024