কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ে বিজয় দিবসেও জাতীয় পতাকা তুলেনি বলে জানিয়ে কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, বিএনপি এ দেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না, বিজয়কে বিশ্বাস করেনা তার প্রমান রাখলো।


মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে কক্সবাজার জেলা আওয়ামীলীগ। শনিবার বিকেলে শহরের লালদিঘীর পাড়স্থ বঙ্গবন্ধু চত্বরে অনুষ্ঠিত হয় ওই আলোচনা সভা।


এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, আজকে বাংলাদেশে যে অপশক্তি নির্বাচনের বিরোধিতা করছে, তারা এদেশে রাজনীতির যে অগ্রযাত্রা, তা ধ্বংস করতে চায়।


আলোচনা সভায় জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ ছাড়াও আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।

এতো উন্নয়নের মধ্যেও দেশের অগ্রগতির পথে এখনও অন্তরায় হয়ে আছে সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ বলে মন্তব্য করে জেলা আওয়ামীলীগের নেতারা।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024