|
Date: 2023-12-14 09:05:58 |
২০২২-২০২৩ করবর্ষে কক্সবাজার জেলার দীর্ঘ মেয়াদে কর প্রদানকারী নির্বাচিত হয়েছে উখিয়া উপজেলার কোটবাজারের বিশিষ্ট ব্যবসায়ী রফিক আহমদ সওদাগর।
১২ ডিসেম্বর মঙ্গলবার চট্টগ্রাম আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু হলে বর্ণাঢ্য আয়োজনে এ করদাতাদের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন প্রধান অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।
চট্টগ্রাম কর অঞ্চল-১ এর কমিশনার মো. শাহাদাৎ হোসেন শিকদারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির মহাপরিচালক সুরেশ চন্দ্র বিশ্বাস, দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম ও চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ওমর হাজ্জাজ।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে সম্মানিত প্রত্যেক করদাতাকে একটি সম্মাননা পত্র, একটি ক্রেস্ট এবং একটি আইডি কার্ড প্রদান করা হয়। ২০২২-২০২৩ করবর্ষের জন্য 'জেলা ভিত্তিক সর্বোচ্চ ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারী করদাতাদের পুরস্কার প্রদান নীতিমালা, ২০০৮'এর বিধান অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশন ও জেলাসহ চট্টগ্রাম বিভাগের অন্যান্য জেলা পর্যায়ে ৪২ জন সেরা করদাতা নির্বাচন করা হয়। ২০২২-২০২৩ কর বছরে কক্সবাজার জেলার দীর্ঘ সময় আয়কর প্রদানকারী করদাতা হিসেবে মনোনীত হয় রফিক আহমদ সওদাগর। তিনি ইতিপূর্বেও একবার দীর্ঘ মেয়াদে করদাতা নির্বাচিত হয়েছিল পাশাপাশি তিনি বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন এর কক্সবাজার ইউনিটের সাবেক সভাপতি, রত্নাপালং ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়ের চার বার সভাপতির দায়িত্ব পালন করেন এছাড়াও তিনি ভালুকিয়া রোডের ব্যবসায়ী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন দক্ষতার সহিত।
এদিকে ২০২২-২০২৩ কর বছরে কক্সবাজার জেলার দীর্ঘ মেয়াদে আয়কর প্রদানকারী হওয়ায় উপজেলার বিভিন্ন সংগঠন, ব্যবসায়ী প্রতিষ্টান, সুশীল সমাজের ব্যক্তিবর্গ তাকে অভিনন্দন জানিয়েছেন।
© Deshchitro 2024