|
Date: 2023-12-13 14:34:34 |
মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম বন্দরের অধীনে বার্থ , টার্মিনাল ও শিপ হ্যান্ডলিং অপারেটর শ্রমিকদের বিশেষ প্রণোদনা দেওয়া হয়েছে।
বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে বন্দর ভবনের সামনে প্রণোদনার চেক বিতরণ করেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল।
চট্টগ্রাম বন্দরের নিবন্ধিত ৪৬ প্রতিষ্ঠানের কর্মরত ৬ হাজার ৫১২ জন শ্রমিক কর্মচারীকে ৮ হাজার টাকা করে ৫ কোটি ২০ লাখ টাকা এ প্রণোদনা দেওয়া হয়।
এ সময় বন্দরের সদস্য (হারবার অ্যান্ড মেরিন) কমডোর ফজলার রহমান, সদস্য (অর্থ) মোহাম্মদ শহীদুল আলম, পরিচালক (পরিবহন) এনামুল করিম, পরিচালক (প্রশাসন) মো. মমিনুর রশীদ, সচিব মো. ওমর ফারুক, বার্থ টার্মিনাল ও শিপ হ্যান্ডলিং অপারেটর অ্যাসোসিয়েশন সভাপতি ফজলে ইকরাম, বন্দর সিবিএ সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, শ্রমিক নেতা মীর নওশাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024