|
Date: 2023-12-13 06:14:42 |
কক্সবাজার সমুদ্রসৈকত থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের বয়স আনুমানিক ২৩-২৪ বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ৮টার দিকে দরিয়ানগর সমুদ্রসৈকত থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশের ওসি গাজি মিজান।
তিনি জানান, সকালে সমুদ্রসৈকতের রামু উপজেলা অংশের দরিয়ানগর পয়েন্ট থেকে সৈকতে ভেসে আসা এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ওই যুবকের শরীরে আঘাতের চিহ্ন নেই। জিন্স প্যান্ট ও কালো টিশার্ট পরিহিত ছিল।
এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড, এ ব্যাপারে নিশ্চিত হতে পারিনি আমরা। ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
© Deshchitro 2024