|
Date: 2023-12-11 13:03:08 |
কক্সবাজারের কুতুবদিয়ায় মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ওমর ফারুক নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার (১১ ডিসেম্বর) বিকালে উপজেলার কৈয়ারবিল মিয়াজির পাড়ায় অটোরিক্সার চার্জিং গ্যারেজে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী টমটম চালক আজিজ জানান, সোমবার বিকাল আড়াইটার দিকে চেয়ারম্যান রোডের পশ্চিমে জনৈক আব্দুুল খালেকের টমটম রিক্সার চার্জিং গ্যারেজে তিনি রিক্সা বের করতে গেলে স্থানীয় মিয়াজির পাড়ার আক্তার হোছাইনের ছেলে ওমর ফারুককে মাটিতে পড়ে থাকতে দেখেন। তারপর দ্রুত লোকজনকে জানালে তারা এসে ওমর ফারুককে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান।
পুলিশ হাসপাতালে এসে মৃতের প্রাথমিক সুরতহাল তৈরি করেন। থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, কলেজ ছাত্রটি বিদ্যুৎস্পৃষ্টে মারা যাবার বিষয়ে নিশ্চিত হলে পারিবারিক কোন অভিযোগ না থাকলে ময়নাতদন্তের প্রয়োজন নেই।
নিহত ওমর ফারুক চট্টগ্রাম সরকারি সিটি কলেজ থেকে সদ্য এইচএসসি পাশ করে ভার্সিটিতে ভর্তির জন্য অপেক্ষা করছিল।
© Deshchitro 2024