মোঃ ফরমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি 


নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় সোমবার (১১ ডিসেম্বর) ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ২ পেঁয়াজ ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ শহিদুল ইসলাম নেতৃত্ব দেন। ভ্রাম্যমান আদালত জাতীয় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৮ ও ৪০ ধারা মোতাবেক অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি করার অভিযোগে ব্যবসায়ী হাসান কে ১০ হাজার টাকা এবং মূল্য তালিকা না থাকায় পেঁয়াজ ব্যবসায়ী সেলিম কে ১ হাজার টাকা জরিমান করে আদায় করা হয়েছে।


এছাড়া বাজারের সকল পেঁয়াজ ব্যবসায়ীকে ১২০ টাকা কেজি মূল্যে বিক্রি করার নিদের্শ দেন। বাজারে ১৫০/১৬০ টাকা কেজি মূল্যে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। 


এসআই সুমনের নেতৃত্বে কলমাকান্দা থানা পুলিশ ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।  ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024