|
Date: 2023-12-10 12:13:59 |
বর্তমান সরকারের দূরদর্শী ও যুগ উপযোগী পদক্ষেপের সুষ্ঠু বাস্তবায়নের মাধ্যমে সকলের অংশগ্রহণে প্রাথমিক শিক্ষার সুযোগ সম্প্রসারণ ও গুণগতমান উন্নয়ন করা সম্ভব। আর তা বাস্তবায়িত হলেই নিশ্চিত হবে সকল শিশুর জন্য একিভূত এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা, সেই ধারাবাহিকতায়
টাঙ্গাইল নাগরপুরে যদুনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০ ডিসেম্বর (রবিবার) উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন এর সঞ্চালনায় মা সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
এসময়ে শুভেচ্ছা বক্তব্যতে নাগরপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার জি এম ফুয়াদ বলেন নাগরপুর উপজেলার মধ্যে যদুনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি শ্রেষ্ঠ বিদ্যালয়,শিক্ষার মান খুবই ভালো,শিক্ষার্থীদের সংখ্যা বেশি হওয়ার তুলনামূলক ভাবে বিদ্যালয়ে শ্রেণী কক্ষ কম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে নতুন ভবন নির্মাণের আহবান জানান তিনি।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব সুব্রত কুমার বণিক প্রধান অতিথি হিসেবে বক্তব্যতে তিনি বলেন যদুনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান আরো উন্নতি করার জন্য যা যা প্রয়োজন ব্যবস্থা করে দেয়া হবে, অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন আপনারা নিয়মিত স্কুলে এসে পাঠদান ও সন্তানদের খোঁজখবর নিবেন, ছেলে মেয়ে সবার সমান অধিকার, সন্তানদের সময় দিয়ে সু শিক্ষায় শিক্ষিত করে ছেলে মেয়েদের ভবিষ্যত উজ্জ্বল করে তুলুন।
এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ কফিল হোসেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আলমগীর হোসেন উপজেলা শিক্ষা অফিসার নাগরপুর টাঙ্গাইল।
আরো উপস্থিত ছিলেন যদুনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম ও সহকারী শিক্ষক শিক্ষিকা বৃন্দ।
© Deshchitro 2024