কক্সবাজা‌রের কুতুবদিয়ায় পুকু‌রে ডুবে সোহাগ ম‌নি না‌মের আড়াই বছ‌রের এক শিশুর মৃত্যু হয়েছে।


বৃহস্প‌তিবার (৭ ডি‌সেম্বর) সকাল ৭টার দিকে কৈয়ার‌বিল কৈলাস‌্যা‌ঘোনা গ্রা‌মে এ পানি ডুবির ঘটনা ঘটে।


প্রত‍্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, বৃহস্প‌তিবার সকাল ৭টার দি‌কে ওই গ্রা‌মের আব্দুল আলী‌মের শিশু কন‌্যা সোহাগ ম‌নি সবার অজা‌ন্তে পা‌শের পুকুরে তলিয়ে যায়।


এসময় তাকে দ্রুত পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব‍্যরত ডা. জুনা‌য়েদ আনসারী শিশুটি মৃত বলে জানান ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024