|
Date: 2023-12-05 14:41:02 |
সাগরতীরের হোটেল সিগাল সংলগ্ন ঝাউবন এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত চক্রের ০৮ সদস্যকে আটক করেছে র্যাব-১৫। এসময় তাদের কাছ থেকে দেশীয় তৈরী অস্ত্র উদ্ধার করা হয়।
সোমবার রাত আটটার দিকে কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ডের সুগন্ধা সী-বীচ হতে লাবণী সী-বীচ গামী রাস্তার পাশে হোটেল সিগাল এর পশ্চিম পাশে ঝাউবনের ভেতর থেকে তাদের আটক করা হয়।
র্যাব জানায়,প্রাথমিক জিজ্ঞাসাবাদে চক্রটি একত্রে সমবেত হয়ে দেশীয় অস্ত্র-শস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। এছাড়াও ইতিপূর্বে চক্রটি কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে দেশী-বিদেশী পর্যটক ও স্থানীয় জনসাধারণকে অস্ত্র-শস্ত্রের ভয়-প্রীতি প্রদর্শন করে ডাকাতি ও ছিনতাই এর মত নানা অপরাধে অপরাধের সাথে জড়িত ছিল বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়।
আটককৃত দের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
© Deshchitro 2024