দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্যাম্পেইন এডভোকেসী প্রোগ্রাম CAP এর উদ্যোগে ‘শেখ হাসিনাতেই আস্থা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


রোববার বিকেলে শহরের জারা কনভেনশন হল কক্সবাজার জেলা ছাত্রলীগের আওতাধীন সকল ইউনিটের প্রতিনিধিদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।



কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। তিনি বলেন, “কক্সবাজারের যে ইউনিট সর্বোচ্চ অফলাইন ও অনলাইনে সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রচার করবে তাকে বাংলাদেশ ছাত্রলীগ পুরষ্কৃত করা হবে।”


জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মারুফ আদনানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। তিনি বলেন, ‘কক্সবাজারকে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ঘাটি হিসেবে পুনরায় উপহার দিতে ছাত্রলীগকে সবসময়ের মতো ভ্যানগার্ড হয়ে কাজ করতে হবে।”


এসময় কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি কোহিনূর আক্তার রাখী, আনোয়ার হোসেন,ক্রীড়া বিষয়ক উপ সম্পাদক আবছার হাসান রানা, উপ-স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক সাইমন ইসলাম বাপ্পীসহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024