আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এডিএম শহিদুল ইসলাম। ৩০ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া’র কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারি বিশ্বজিৎ রায়, সাবেক সহ সভাপতি কামাল হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, আওয়ামীলীগ নেতা বেলায়েত হোসেন সহ শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। এডিএম শহিদুল ইসলাম আগামী ২০২৪ সালের ০৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণের মাধ্যমে নৌকায় ভোট চান এবং দোয়া কামনা করেন। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024