|
Date: 2023-11-30 15:13:03 |
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসন থেকে ৩০ নভেম্বর বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এডিএম শহিদুল ইসলাম, ঝিনাইগাতী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম আব্দুলাহেল ওয়ারেজ নাইম (স্বতন্ত্র), আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য এম এ বারীর পুত্র আওয়ামীলীগ নেতা মোহসিনুল বারি রুমি (স্বতন্ত্র), আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান রাজা (স্বতন্ত্র), আওয়ামীলীগ নেতা এইচএম ইকবাল হোসাইন অন্তর (স্বতন্ত্র), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার সিরাজুল হক, কৃষক শ্রমিক জনতা লীগ মনোনীত প্রার্থী সুন্দর আলী, ইঞ্জিনিয়ার ইকবাল আহসান (জাপা বিদ্রোহী)। মনোনয়নপত্র জমা দিয়েছেন স্ব-স্ব সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে। উল্লেখ্য, মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর। প্রচারণা চলবে ৫ জানুয়ারি পর্যন্ত।
© Deshchitro 2024