আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের আজ বৃহস্পতিবার শেষ দিনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে জাতীয় সংসদ সদস্য পদে মোট ৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

মৌলভীবাজার জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, মনোনয়ন দাখিলের শেষ দিন আজ (৩০ নভেম্বর) ৬জন প্রার্থী মৌলভীবাজার-৪ আসনে মনোনয়ন দাখিল করেছেন। তাঁরা হলেন শ্রীমঙ্গল-কমলগঞ্জের আসনের ছয়বারের সংসদ সদস্য সাবেক হুইপ ও বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ, জাতীয় পার্টির নেতা মো. মস্তান মিয়া, স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম, ইসলামী ঐক্যফ্রন্টের আ. মুহিদ হাসানী, বাংলাদেশ ইসলামিক ঐক্যজোটের মো. আনোয়ার হোসাইন এবং জাকের পার্টির মুহিবুর রহমান আজাদ।

সহকারী রিটার্নিং অফিসার ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসে আমার কাছে মনোনয়ন পত্র দাখিল করেছেন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী ছয় বারের এমপি মোঃ আব্দুস শহীদ ও ইসলামী ঐক্যজোটের আনোয়ার হোসেন।

সহকারী রিটার্নিং অফিসার ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন জানান, আমার কাছে মনোনয়ন জমা দেন শ্রীমঙ্গল-কমলগঞ্জের আসনের ছয়বারের সংসদ সদস্য সাবেক হুইপ ও বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ ও স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024