|
Date: 2023-11-28 11:59:27 |
কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন মীরশ্বানি বাজার এলাকা হতে ৪৬৫ বোতল ফেন্সিডিল’সহ দুই জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা ।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ২৭ নভেম্বর দুপুরে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন মীরশ্বানি বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪৬৫ বোতল ফেন্সিডিল’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলোঃ
কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বাতিসা সোনাপুর গ্রামের মোঃ আব্দুল গফুর এর ছেলে মোঃ হাশেম (২৬) ও একই গ্রামের মিলন এর ছেলে এমরান হোসেন সাইফুল (৩১)। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।
র্যাব-১১সূত্রে জানা যায় তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল’সহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামী মোঃ হাশেম ও সাইফুল এর বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
© Deshchitro 2024