|
Date: 2023-11-26 12:12:10 |
যশোর ৪ আসনে নৌকার মাঝি এনামুল হক বাবুল বিশেষ প্রতিনিধি- আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৮ যশোর ৪ নং আসন (অভয়নগর,বাঘারপাড়া ও সদরের বসুন্দিয়া ইউনিয়ন) থেকে আওয়ামীলীগ এর দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এনামুল হক বাবুল।
রোববার বিকালে দলের কেন্দ্রথেকে এ ঘোষণা পাওয়ার সাথে সাথে অভয়নগরবাসী আনন্দে মেতে উঠে। বিভিন্ন এলাকায় বের হয় আনন্দ মিছিল। নওয়াপাড়ায় উপজেলা দলীয় কার্যালয়ে নেতা-কর্মীরা একজন আরেকজনকে মিষ্টি মুখ করাতে দেখা যায়। খন্ড খন্ড মিছিলে মুখরিত হয়ে উঠে নওয়াপাড়া নগর। এছাড়াও অভয়নগরের বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত নেতা-কর্মী, সমর্থকরা উল্লাসে পেটে পড়ে, একে অপরের কাছে ফোন করে আনন্দ ভাগাভাগি করে নেয়, কেউ আবার মিষ্টি কিনে মিষ্টিমুখ করান,হাটে বাজারে, গ্রামেগঞ্জে, পাড়া মহল্লায় সর্বত্রই এনামুল হক বাবুল নাম মুখরিত হয়ে ওঠে, অনেকেই মোবাইল ফোনে এনামুল হক বাবুলের ছবি দেখান, এমপি এনামুল হক বাবুল, এমপি এনামুল হক বাবুল বলে উচ্চস্বরে উল্লাস প্রকাশ করতে দেখা যায়। তার পিতা অভয়নগর ও বাঘারপাড়ায় আওয়ামীলীগের সংগঠন প্রতিষ্ঠিত করার জন্য দ্বারে দ্বারে ঘুরে বেড়িয়েছেন। সেই পরিচয়ের সূত্র ধরে তিনি এলাকার দলীয় নেতা কর্মীদের কাছে গভীর শ্রদ্ধেয় ব্যক্তিত্ব বলে অনেকই মনে করছেন। তিনি ব্যাপক ভোটে জয়লাভ করবেন,এটাই প্রত্যাশা করছেন সমর্থক নেতাকর্মী ও শুভাঙ্খীরা ।
© Deshchitro 2024