২০২৩ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে৷ 

রবিবার (২৬ নভেম্বর) প্রকাশিত ফলাফলে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের ৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৭ জন জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। 

জানা গেছে, রাজশাহী বোর্ডের মধ্যে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ ধারাবাহিকভাবে শীর্ষস্থান দখল করে থাকে। এবারও এর ব্যত্যয় ঘটেনি। ২০০৬ সালে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ১৩টি ব্যাচ পরীক্ষা দিয়েছে। পূর্বের ১২টি ব্যাচের মতো ১৩তম ব্যাচও আশানুরূপ ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে।

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম জানান, ২০২৩ সালে এইচএসসি পরীক্ষায় ঈর্ষণীয় ফলাফল অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুন্ন রয়েছে। শতভাগ পাস নিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে । 

এ ছাড়াও জেলার অপর শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে জয়পুরহাট সরকারি কলেজে পাসের হার ৯২ দশমিক শতাংশ, জয়পুরহাট সরকারি মহিলা কলেজে পাসের হার ৯৩ দশমিক ৯১ শতাংশ। মধ্যে  ৪১জন জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে এবং  এইচএসসি (আলিম) জয়পুরহাট সিদ্দিকীয়া কামিল মাদ্রাসায় পাসের হার ৯৭ দশমিক ৩৭ শতাংশ। এর মধ্যে ১১জন জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। কড়ই নূরুল হুদা কামিল মাদ্রাসায় ৯৭ দশমিক ৪৪ শতাংশ। মধ্যে ৩জন জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে এবং হানাইল নো'মানিয়া কামিল মাদ্রাসায় ৯০.৯১ শতাংশ। মধ্যে ৬জন জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। 
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024