মোঃ মনোয়ার হোসেন 

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ


জয়পুরহাটের কালাই উপজেলায় জমি সংক্রান্ত জের ধরে ছেলের কুড়ালের আঘাতে বাবা আব্দুল আলিম (৪২) নামে একজন নিহত হয়েছেন। 


কালাই উপজেলা উদয়পুর ইউনিয়নের আনিপুকুর এলাকায় জমি সংক্রান্ত জের ধরে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে আব্দুল আলিম ও তার ছেলে রিজভীর সাথে বাড়িতে কথা কাটাকাটির এক পর্যায়ে রেজভী তার  বাবা আব্দুল আলীমকে কুড়াল দিয়ে  আঘাত করলে তাদের চিৎকারে স্থানীয়রা আসলে ঘটনাস্থলে থেকে পালিয়ে যায়,পরে তাদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।


২২ নভেম্বর (বুধবার) আহত আব্দুল আলিম বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনার পর থেকে ছেলে পলাতক রয়েছেন।


নিহত ব্যক্তি হলেন  আব্দুল আলিম কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের আনিপুকুর গ্রামের মৃত আবু বক্করের ছেলে।


স্থানীয় জনগণ ও পুলিশ সুত্রে জানা যায়,নিহত আব্দুল আলিমের দুই স্ত্রী। প্রথম স্ত্রীর ছেলে রেজভি প্রায় জমির ভাগ নিয়ে বাবার সাথে ঝগড়া-বিবাদে লিপ্ত হতেন। 


এর জেরে সোমবার রাতে বাড়িতে কথা কাটাকাটির এক পর্যায়ে রেজভী তার  বাবা আব্দুল আলীমকে কুড়াল দিয়ে আঘাত করলে দ্বিতীয় স্ত্রী তার স্বামী আব্দুল আলিমকে বাঁচাতে আসলে তাকেও কুড়াল দিয়ে আঘাত করে রেজভি। এতে গুরুতর আহত হন আব্দুল আলিম ও তার স্ত্রী তাসলিমা।আহত আব্দুল আলিম অবস্থা অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আর তার স্ত্রী তাছলিমা বেগম গুরুত্বর আহত অবস্থায় একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।   

 

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী বিষটি নিশ্চিত করে জানান এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024