|
Date: 2023-11-19 07:49:06 |
দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেনাটা লিমিটেডের পরিচালনা পর্ষদ ২৫ দশমিক ৩২ ডেসিমেল জমি কেনার প্রস্তাব অনুমোদন করেছে।
রোববার (১৯ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
রেনাটা কাকরাইলের রমনায় ইস্কাটন গার্ডেনের ভবনে ৭ হাজার ২০০ স্কয়ার ফিট জায়গা কিনবে। জমি কিনতে কোম্পানিটির রেজিস্ট্রেশন এবং অন্যান্য খরচ ছাড়া ৩৬ কোটি ৩৩ লাখ টাকা ব্যয় হবে।
ঔষদ খাতের রেনাটা কোম্পানিটি এই জমি ডাইগোনিস্টিক ল্যাবরেটরি স্থাপনের কাজে ব্যবহার করবে।
© Deshchitro 2024