রাজবাড়ীর গোয়ালন্দে এক অন্তঃসত্তা নারী আত্মহত্যা করেছেন।
 
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় রোববার সকালে শ্বশুর বাড়িতে এক অন্তঃসত্ত্বা গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

নিহত রিয়া খাতুন (১৮) উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের বাসিন্দা মন্টু মিয়ার স্ত্রী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, সে চার মাসের অন্তঃসত্ত্বা ছিল।

স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূ নিজ ঘরের সিলিংয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

অপরদিকে নিহতের মা জানান, সকালে তার সঙ্গে মোবাইল ফোনে কথা হয় রিয়া। কিছুক্ষণ পর রাত ১২টার দিকে মন্টু তাকে ফোন করে জানায় রিয়া অ্যাজমা অ্যাটাক হয়েছে এবং তার অবিলম্বে চিকিৎসা সহায়তা প্রয়োজন। খবর পেয়ে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার আখি বিশ্বাস জানান, চার পতঙ্গের গর্ভবতী রিয়াকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024