|
Date: 2023-11-10 05:36:22 |
শরতের আউশ আমন ভরা মাঠে
শরত এলো ফসলের চৌকাঠে।
শরতের শ্রুভ্র ক্যানভাসে,
দূর্গা মায়ের মূখ ভাসে।
কাশফুলের স্নিগ্ধ পরশে
মন হারায় রঙিন ফানুসে।
শরতে খোকাখুকুর হাসিখুশি মন,
বেজে উঠে কাসর ঘন্টা বীণ।
শুভ্রতায় বিকাশ হোক শুভ সত্ত্বা
শরতে ধ্বনিত আগমনী বার্তা।
শরতে মন হারায় বাতায়নে
শিউলিরা উদ্ভাসিত হয় সুঘ্রাণে।
স্বর্ণা তালুকদার
কবি,
রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।
© Deshchitro 2024