শেরপুরের ঝিনাইগাতীতে এক ছ‍িনতাইকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ৮ নভেম্বর বুধবার সরকারি গজারি বনের ভিতরে ছিনতাইয়ের চেষ্টাকালে তাকে গ্রেফতার করা হয়। থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিত্বে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল আলম ভুইয়া’র নির্দেশে এসআই আজিজুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গজনী অবকাশের চৌরাস্তা হতে উত্তর গান্ধিগাঁও গামী কাঁচা রাস্তার উত্তর পাশে সরকারী গজারি বনের ভিতরে ছিনতাইয়ের চেষ্টাকালে মোঃ জয়নাল আবেদীন (৩২) নামে এক ছিনতাইকারীকে আটক করা হয়। আটককৃত ছিনতাইকারী উপজেলার নলকুড়া ইউনিয়নের ডাকাবর গ্রামের মোঃ শহিদুল ইসলামের ছেলে। এ বিষয়ে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল আলম ভুইয়া জানান, আটককৃত ওই ব্যক্তির নামে থানায় মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে শেরপুর আদালতে সোর্পদ করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024