|
Date: 2023-11-09 11:33:40 |
হরতাল, অবরোধ, সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে তারুণ্যের অগ্রযাত্রা রোধ, শিক্ষাজীবন বিঘ্নিত ও শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে নীলফামারীর ডোমারে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রলীগ।
বৃহস্পতিবার (৯ই নভেম্বর) সকালে ডোমার সরকারি কলেজে কেন্দ্রীয় ছাত্রলীগ ও নীলফামারী জেলা ছাত্রলীগের নির্দেশনায় কলেজ ছাত্রলীগের আয়োজনে একটি মিছিল কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে ছাত্রলীগ চত্বরে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
ডোমার সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ স্বপন রহমান, সহ-সভাপতি মোঃ রাহাত ইসলাম ছোটন, দ্বাদশ শ্রেণি শাখার সভাপতি মোঃ বাঁধন রহমান, সাধারণ সম্পাদক মোঃ কাওছার ইসলাম, ছাত্রনেতা মোঃ মেহেরাব হোসেন শিশির, নাজমুল ইসলাম, ফারাবী আহসান ফারদীন প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বিএনপি-জামায়াত ও তাদের ছাত্রসংগঠন কর্তৃক অবৈধ হরতাল, অবরোধ, সন্ত্রাস ও সহিংসতার প্রতিবাদ করেন। এছাড়া শিক্ষাঙ্গনে যেন কোনো নাশকতা না করতে পারে, সেজন্য সকল ছাত্রলীগ কর্মীকে সচেষ্ট ও সজাগ থাকার আহ্বান জানান তারা।
© Deshchitro 2024