|
Date: 2023-11-09 11:25:22 |
নতুন কারিকুলাম বিস্তরণ বিষয়ক ৭ দিনব্যাপী প্রশিক্ষণ বৃহস্পতিবার কক্সবাজারে শেষ হচ্ছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সেকেন্ডারি এডুকেশন প্রজেক্টের আওতায় ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিম এ কর্মসূচির আয়োজন করেছে।
শহরের বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল এন্ড কলেজে আয়োজিত এ কার্যক্রম পরিদর্শন করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর স্কিম পরিচালক প্রফেসর সৈয়দ মাহফুজ আলী।
এ সময় কক্সবাজার সরকারি কলেজ ও কক্সবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপ্তি চাকমা, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ১৪ টি উপজেলার ৪৬০ জন প্রশিক্ষক প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।
© Deshchitro 2024