এক লক্ষ ৫০ হাজার পিচ ইয়াবা টেবলেট পাচারের মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে। একইসাথে ৩ লক্ষ টাকা অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে আরো ৩ বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।






সোমবার (৬ নভেম্বর) কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন এ রায় ঘোষণা করেন। একই কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা এস.এম আববাস উদ্দিন এ তথ্য জানিয়েছেন।



দন্ডিত আসামী হলো : কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের থাইংখালী রহমত বিল গ্রামের মৃত আশরাফ মিয়া ও নুর জাহানের পুত্র মোঃ শাহজাহান। রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন।


রাষ্ট্র পক্ষে একই আদালতের পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ এবং আসামীর পক্ষে অ্যাডভোকেট মোঃ ইউসুফ মামলাটি পরিচালনা করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024