|
Date: 2023-11-06 05:19:00 |
শৈলকুপায় কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলাম। রবিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের বস্তু নিষ্ঠ ও সমাজের বিভিন্ন ধরনের অসংগতি তুলে ধরার আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন শৈলকুপা প্রেসক্লাবের সভাপতি ভোরের ডাক ও গ্রামের কাগজের উপজেলা প্রতনিধি এম হাসান মুসা, প্রেসক্লাবের সাধারন সম্পাদক দৈনিক আমাদের সময় ও আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি শাহীন আক্তার পলাশ, নির্বাহী সদস্য ও সমকাল প্রতিনিধি তাজনুর রহমান ডাবলু, সহ সভাপতি ও নয়াদিগন্ত/লোকসমাজের উপজেলা প্রতিনিধি মফিজুল ইসলাম, সাংগাঠনিক সম্পদিক ও আমার সংবাদের উপজেলা প্রতিনিধি আব্দুল জাব্বার, দপ্তর সম্পাদক ও মানবজমিন প্রতিনিধি ওয়ালিউল্লাহ ওলি, যুগ্ন সাধারন সম্পাদক সাপ্তাহিক ডাকুয়ার বার্তা সম্পাদক তুহিন জোয়াদ্দার, ক্রিড়া সম্পাদক খবরপত্র ও এই আমার দেশের উপজেলা প্রতিনিধি চঞ্চল মাহমুদ, আমাদের নতুন সময়ের এ এস এম আলিমুজ্জামান, প্রেসক্লাবের নির্বাহী সদস্য আব্দুল ওহাব, প্রেসক্লাবের সদস্য হাজী আব্দুল মান্নান, প্রেসক্লাবের সদস্য বর্তমান কথার বকুল হোসেন, আজকের জনবানীর এস এম সাজাহান সাজু, এই আমার দেশের ভ্রাম্যমান প্রতিনিধি সম্রাট হোসেন, সাপ্তাহিক অপরাধচিত্রের আজমত মিশুক, সত্যপাঠের মিশু, গ্রামের কন্ঠের মেহেদী হাসান,দৈনিক দেশচিত্র/ডি পি সি বাংলা টিভি মোঃ মিজানুর রহমান, সকালের শিরোনাম মোঃ জাকির হোসেন প্রমূখ।
© Deshchitro 2024