ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ডিপার্টমেন্টের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাসিবুল হাসান অন্তরকে (২৩) আনুমানিক ৩০ তারিখ ধরে নিয়ে যায় দুষ্কৃতকারী চক্র এবং বিরুলিয়া ব্রিজের নিচে এনে তাকে প্রহার করা হয়। মারধরের এক পর্যায় অন্তরের জ্ঞান হারিয়ে ফেলে। তার দেহ ফেলে আসা হয় কাছের খাগান বাজারের ভিতরে। পরবর্তীতে শিক্ষার্থীরা তাকে ড্যাফেডিল মেডিকেল কেয়ারে নিয়ে আসে এবং পরবর্তীতে রাজু মেডিকেলে স্থানান্তর করা হয়। সবশেষে ৩ নভেম্বর তাকে আইসিউ থেকে মৃত হিসাবে ঘোষনা দেয়া হয়। এই বিষয়টা নিয়ে শিক্ষার্থীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। অন্তরের মৃত্যুকে ঘিরে শিক্ষার্থীরা অবরোধ করতে চেষ্টা করছে বিশ্ববিদ্যালয়ের আশপাশের বিভিন্ন সড়ক। এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এ্যাফেয়ারস ডিরেক্টর প্রফেসর সৈয়দ রাজু বলেন “আমরা থানায় এই বিষয়টায় এফ আই আর করেছি এবং তদন্ত চলমান।” এই বিষয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলা হলে তারা জানায় “বিষয়টা নিয়ে তারা অত্যন্ত ক্ষুব্ধ এবং তারা চাচ্ছে এই হত্যার সঠিক বিচার হোক”। ইতিমধ্যেই পুলিশ আকরানের কিছু যুবককে ধারনা করছে। অন্তরের পরিবারের সাথে যোগাযোগ করতে চাইলে শিক্ষার্থীরা তার লাশ নিয়ে তার বাড়ি ময়মনসিংহ নিয়ে জানাজা পরাতে যাওয়া নিয়ে ব্যস্ত আছে বলে জনায়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024