|
Date: 2022-10-06 11:59:40 |
প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা পালন করছেন। যুক্তরাজ্যে প্রায় পাঁচ লক্ষ বাংলাদেশী লোকের বসবাস। রেমিটেন্স যোদ্ধা হিসেবে পরিচিত এসব বাংলাদেশিরা দেশে যেমন পরিবারকে সহযোগীতা করছে তেমনি সুনামের সাথে বিভিন্ন কমিউনিটি এবং চ্যারিটি কাজ করে বাংলাদেশিদের সুনাম বৃদ্ধি করছে।
সেভেনওকস যুক্তরাজ্যের কেন্ট কাউন্টির অন্তর্গত খুব সমৃদ্ধিশালী একটা টাউন। এখানে পৃথিবীর বিখ্যাত সেভেনঅক্স স্কুল সহ অনেক ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আছে। এখানে বিশ বছর আগেও হাতেগোনা খুব কিছু বাঙালি ছিলেন। আস্তে আস্তে গত দশ বছরে এখানে বাংলাদেশী লোকের বসবাস বৃদ্ধি পেয়েছে। এখানে বাঙালিদের মাঝে যেমন ব্যাবসায়ী আছে তেমনি আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তথ্য প্রযুক্তি , ফিনান্স সহ নানা পেশায় নিয়োজিত ব্যাক্তিবর্গ ।
সেভেনওকস এ বসবাসকারী বাংলাদেশিরা গত ৩ অক্টোবর সোমবার বাংলাদেশী মালিকাধীন গঙ্গা রেস্টুরেন্টে এক আলোচনা সবার আয়োজন করে। সেখানে সব সদস্যারা বাংলাদেশীদের একে অন্যকে সাহায্য করার প্রত্যয় ব্যাক্ত করেন। প্রতিজ্ঞা করেন সমাজে বাংলাদেশীদের ভাবমূর্তি বাড়ানোর কাজে ভূমিকা রাখবেন। এই সব করার লক্ষ্যে একটি কমিটি ঘঠন করেন। বিশিষ্ট্য কমিনিটি লিডার জনাব ইকরাম আহমেদ কে সভাপতি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জনাব নাসির উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
পূর্ণাঙ্গ কমিটির তালিকা :
সভাপতি : জনাব ইকরাম আহমেদ
সিনিয়র সহ সভাপতি: জনাব রুকনুল কবির
সহ সভাপতি : জনাব গোলাম সারওয়ার পিন্টু
সহ সভাপতি : জনাব তোজাম্মেল হোসেন
সাধারণ সম্পাদক : জনাব নাসির উদ্দিন
সহ সাধারণ সম্পাদক : জনাব সালাউদ্দিন কবির
ট্রেজারার : জনাব মনির হোসেন পারভেজ
সাংঘঠনিক সম্পাদক : জনাব ইমাম হোসেন
মহিলা উন্নয়ন বিষয়ক সম্পাদক : জনাবা নাজিয়া কবির
অফিস সেক্রেটারি : জনাব মোর্শেদ হোসেন
ফান্ড রেইসিং সেক্রেটারি : জনাব সোহেল রানা
সাংস্মৃতিক সম্পাদক: জনাব আসম আব্দুল্লাহ পলাশ
কমিউনিকেশন সেক্রেটারি কাজী আসিফ রাজীব
স্পোর্টস সেক্রেটারি : জনাব ইউনুস সরকার
ইয়ুথ সেক্রেটারি : জনাব রিদওয়ান আহমেদ
এক্সিকিউটিভ মেম্বার
১। জনাব হাবিব আহসান
২। জনাব গোলাম কিবরিয়া তুহিন
৩ । জনাব শেখ তানভীর আহমেদ
৪ । জনাব মোহাম্মদ শাহ পরান
৫ । জনাব মোহাম্মদ সায়েদ
৬ । জনাব বাবু
৭ । জনাব তাওহীদ
৮ । জনাব নেহাল সরকার
জনাব নাসির উদ্দিন সংঘঠনের সংবিধান এবং এক বছরের কর্ম পরিকল্পনা উপস্থাপন করেন। যার মধ্যে উল্লেখযোগ্য হলো সেভেন ওকস এলাকায় একটি মসজিদ স্থাপন, ইসলামিক স্কুল স্থাপন, বাংলা স্কুল স্থাপন, এবং শারীরিক মানসিক বিকাশে সব বয়সীদের নানা ধরণের খেলাধুলার আয়োজন।
পারস্পরিক সম্পর্ক আরো দীর্ঘ করার মাধ্যমে আগামী প্রজন্মকে শিক্ষা, সংস্কৃতি ও সামাজিকতায় সমৃদ্ধিশালী করতে বাংলাদেশ কমিউনিটি সেভেনওকস্ নামে একটি অরাজনৈতিক অলাভজনক সামাজিক সংগঠন গঠন করা হয়। আগামী প্রজন্মের জীবনমান উন্নয়নে সকল সদস্য এক হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
© Deshchitro 2024