|
Date: 2023-10-31 04:32:44 |
বিএনপি জামায়েতের ডাকা ৩ দিনের অবরোধের প্রথম দিনের সকাল। দৃশ্যপট কক্সবাজার বাসটার্মিনাল। দুরপাল্লার বাস ছাড়ছে টার্মিনাল থেকে। হানিফ পরিবহন সকাল ৮ টায় চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে গেছে। আবার এরই মধ্যে ঢাকা থেকে গতরাতে ছেড়ে আসা এনা পরিবহন,রয়েল কোচ,শ্যামলী পরিবহন,দোয়েল এক্সপ্রেস কক্সবাজার পৌঁছেছে।
সেইসাথে বাসটার্মিনাল সংলগ্ন মহাসড়কে সারি সারি বাস দাঁড়িয়ে আছে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্যে। তবে যাত্রীর সংখ্যা কম লক্ষ্য করা গেছে।
এদিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন জানিয়েছেন, কক্সবাজার জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৯ টি যৌথ টহল টিম কাজ করছে। সেই সাথে আইন শৃংখলা রক্ষায় র্যাব ও পুলিশের পাশাপাশি মোতায়েন রয়েছে বিজিবি।
© Deshchitro 2024