|
Date: 2023-10-28 11:34:39 |
স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজতন্ত্রের সংগ্রামের অগ্রসৈনিকদের ঐতিহ্যবাহী সংগঠন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে জাসদ ঝিনাইগাতী উপজেলা শাখার আয়োজনে ২৮ অক্টোবর শনিবার বিকাল সাড়ে ৩ টায় এক র্যালি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে ঝিনাইগাতীর খাদ্য ব্যবসায়ী সমিতির হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ঝিনাইগাতী উপজেলা জাসদের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় জাসদের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর জেলা জাসদের সভাপতি মোঃ মনিরুল ইসলাম লিটন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক আবুল হোসেন আবু, ঝিনাইগাতী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, নালিতাবাড়ী উপজেলা জাসদের সভাপতি লাল মোহাম্মদ শাহজাহান কিবরিয়া, ঝিনাইগাতী উপজেলা জাসদের যুগ্ন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মান্নান প্রমুখ। এসময় বক্তারা বলেন, সংবিধান অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করা হোক। আলোচনা সভায় জাসদ ঝিনাইগাতী উপজেলা শাখা ও শ্রমিক জোটসহ জাসদের অন্যান্য অঙ্গ সংগঠনের তৃর্ণমূল পর্যায়ের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024