রাজবাড়ীর গোয়ালন্দে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

বুধবার (২৫ অক্টোবর) দুপুর দেড়টার দিকে গোয়ালন্দ উপজেলার কে.কে.এস সেভ হোম এর সামনে ঢাকা-খুলনা মহাসড়কের উপর চেকপোষ্ট করাকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন- মাদারীপুর জেলার শিবচর থানার রিয়াজ উদ্দিন মাতবর কান্দি এলাকার তোতা মিয়া ওরফে তোতা বেপারীর ছেলে মো. সুরুজ মিয়া ওরফে সুরুজ বেপারী (৪০) এবং ফরিদপুর জেলার সদরপুর থানার কৃষ্ণপুর এলাকার আবুল কালাম বেপারীর ছেলে ইউসুফ বেপারী (২৮)।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, থানা পুলিশের মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় বুধবার দুপুরে গোয়ালন্দ উপজেলার বরকত সরদার সাকিনস্থ কে.কে.এস সেভ হোম এর সামনে ঢাকা-খুলনা মহাসড়কের উপর চেকপোষ্ট করাকালে যাত্রীবাহী বাস এর যাত্রীবেশী মাদক ব্যবসায়ী সুরুজ মিয়া ওরফে সুরুজ বেপারী ও ইউসুফ বেপারীকে ৩,০০০ (তিন হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024