|
Date: 2023-10-24 12:13:21 |
প্রতিমা বিসর্জনের মাধ্যমে নীলফামারীর ডোমারে ধর্মাবলম্বীদের পাঁচ দিনব্যাপী সবচেয়ে বড় উৎসব শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা-১৪৩০ শেষ হচ্ছে আজ।
মঙ্গলবার (২৪শে অক্টোবর) বিকাল থেকে উপজেলার বিভিন্ন নদীর তীরে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন দিতে শুরু করেছে সনাতনীরা। এসময় আবেগাপ্লুত হয়ে পড়ছেন তারা। পাঁচ দিনের পূজা-অর্চনা শেষে দেবী দুর্গাকে বিসর্জনের পর্বে প্রায় সনাতন ধর্মাবলম্বীদের বেদনাদায়ক দৃশ্য দেখা গিয়েছে।
মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে গত শুক্রবার শুরু হয়েছিল এবারের সার্বজনীন শারদীয় দুর্গোৎসব। সকালে বিহিত পূজার মাধ্যমে শুরু হয় বিজয়া দশমী ও সিঁদুর খেলা। এদিনই হয় বিসর্জন পর্ব।
সনাতনী শাস্ত্র অনুযায়ী, এবার দেবীদুর্গা মর্ত্যে এসেছেন ঘোড়ায় চড়ে এবং কৈলাসেও ঘোড়ায় চড়ে। শাস্ত্রমতে এর ফলাফল ‘ছত্রভঙ্গ স্তরঙ্গমে’। এর অর্থ হলো, সামাজিক, রাজনৈতিক ও সাংসারিক ক্ষেত্রে ঘটবে অস্থিরতা। রাজনৈতিক উত্থান-পতন, সামাজিক স্তরে বিশৃঙ্খলা, অরাজকতা, গৃহযুদ্ধ, দুর্ঘটনা ও অপমৃত্যু বাড়বে।
দেবী দুর্গার কাছে জগতের কল্যাণ কামনা করেন ভক্তরা। এছাড়া নিজ ও পরিবারের সদস্যরা ছাড়াও দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন সনাতন ধর্মাবলম্বীরা।
© Deshchitro 2024