আলহামদুলিল্লাহ, দীর্ঘ বিরতির পর আপনাদের প্রিয় বাংলাদেশ নবীন লেখক ফোরাম→ এর পত্রিকা 'নবীন কণ্ঠ' আবারও প্রকাশিত হতে যাচ্ছে। 

এবারের আয়োজন ভালোবাসার আল-কুদস নিয়ে। 


(PDF সংখ্যা। তবে আল্লাহর রহম ও আপনাদের ভালোবাসা পেলে প্রিন্ট পত্রিকা নিয়ে দ্রুত ভাববো ইনশাআল্লাহ।)


আল-কুদস (ফিলিস্তিন,আকসা ও গাযা) নিয়ে আপনার আবেগ-অনুভূতি, ভালোলাগা ও কষ্টের কথা লিখতে পারেন—এবারের আল-কুদস সংখ্যায়।


ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাইয়েরা ভালো নেই, তাদের নিপীড়নের দৃশ্য প্রতিনিয়ত আমাদের অশ্রুসিক্ত করে। 




তো হাহাকার ভরা বুকে দুঃখ ও প্রত্যাশার কথা লিখতে—বসে পড়ুন খাতা-কলম নিয়ে৷ আর পাঠিয়ে দিন নিম্নোক্ত ঠিকানায়।


✓ লেখা পাঠানোর ঠিকানা;

nobinkanthobnlf@gmail.com

✓ যোগাযোগ: 01789204674


•যেসব বিষয় নিয়ে লেখা যেতে পারে:

১.প্রবন্ধ ২.নিবন্ধন ৩.ফিচার ৪.ভ্রমণ কাহিনী ৫.অনুগল্প ৬.রোযনামচা ৭.কবিতা ৮.মতামত


•শর্ত সমূহ

১.প্রবন্ধ - নিবন্ধ ও ফিচার ৮০০ শব্দে।

২. ভ্রমণ কাহিনী ৬০০ । ৩.গল্প ৫০০।‌ ৪. রোযনামচা ২৫০। ৫.কবিতা ১২/১৬ লাইন। ৬. মতামত ১০০। 


√নিজস্ব ও অপ্রকাশিত লেখা হতে হবে।

√নির্দিষ্ট বিষয়ে লিখতে হবে।

√ঠিক সময়ে পাঠিয়ে দিতে হবে।


২১-১০-২০২৩ খ্রি.

রোজ, শনিবার


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024