জমে উঠেছে গোয়লন্দ প্রেসক্লাবের নির্বাচন। 


দক্ষিণ পশ্চিমাঞ্চলের  প্রবেশ দ্বারখ্যাত গোয়ালন্দ উপজেলা। শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহাসিক উপজেলা হিসেবে দেশব্যাপী যার পরিচিতি। গোয়ালন্দ উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন গোয়ালন্দ প্রেসক্লাব। 

গোয়ালন্দ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।  নির্বাচনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেনকে প্রধান নির্বাচন কমিশনার  এবং নির্মল চক্রবর্তী  ও এ্যাভোকেট আব্দুল ছাত্তর সহকারী নির্বাচন কমিশনার হিসেব দায়িত্ব পালন করছেন। নির্বাচনে প্রার্থীগন বিপুল উৎসাহ ও উদ্যাপনার মধ্যে তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেন। যার মধ্যে সভাপতি পদে বর্তমান সভাপতি ও প্রথম আলোর প্রতিনিধি রাশেদুল হক রায়হান, কালের কন্ঠের প্রতিনিধি গণেশ চন্দ্র পাল, সমকাল ও বৈশাখী টিভির প্রতিনিধি সিকদার মুহাঃ আসজাদ হোসেন আজু ও মোহনা টিভি,  ভোরের পাতার প্রতিনিধি আবুল হোসেন মনোনয়নপত্র সংগ্রহ করেন। সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক, দেশ টিভি ও দৈনিক জনকন্ঠের জেলা প্রতিনিধি  শফিকুল ইসলাম শামীম, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আক্তারুজ্জামান মৃধা, দৈনিক যুগান্তর প্রতিনিধি শামীম শেখ মনোনয়নপত্র সংগ্রহ করেন। এছাড়া সহ সভাপতি পদে দৈনিক যুগান্তর, জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, দৈনিক সংবাদ, প্রতিনিধি শেখ রাজীব।  সহ সাধারণ সম্পাদক পদে উদয় দাস মনোনয়নপত্র সংগ্রহ করেন। সহকারী নির্বাচন কমিশনার নির্মল চক্রবর্তী বলেন, আশাকরি আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর। যার মাধ্যমে একটি সুস্থ গণতন্ত্র চর্চা অভ্যহত থাকবে।

উল্লেখ্য আগামী ২৭.১০.২০২৩ ইং তারিখ বিকাল ০৫.০০ ঘটিকা থেকে রাত ০৮.০০ ঘটিকা পর্যন্ত  নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হইবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024