|
Date: 2023-10-20 14:36:07 |
রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা পুলিশের অভিযানে ২৯৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আটক মাদক ব্যবসায়ী, মো. সাজু (২৮) বগুড়া জেলার শেরপুর থানার কুসুম্বী গ্রামের সাইদুল ইসলাম এর ছেলে।
শুক্রবার (২০ অক্টোবর) সন্ধায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, ১৯ই অক্টোবর সন্ধায় দৌলতদিয়া লঞ্চ ঘাট টিকেট কাউন্টারের সামনে উজির প্রামানিক এর দোকান বরাবর পাকা রাস্তার উপর থেকে মাদকব্যবসায়ী মো. সাজু'কে ২৯৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
মাদক ব্যবসায়ী সাজু এর বিরুদ্ধে পূর্বের ০৩ টি মাদক মামলা রয়েছে। পরে আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
© Deshchitro 2024