লক্ষ্মীপুর পুর -৩ আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) সকাল ১০টায়  জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ দেন নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন। 


এতে জাতীয় পার্টির সদস্য মোহাম্মদ রাকিব হোসেন  পেয়েছেন লাঙ্গল প্রতীক, জেলা আওমীলীগের সভাপতি গোলাম ফারুক নৌকা , জাকের পার্টির শামছুল আলম খোকন গোলাপ ফুল , ন্যাশানাল পিপসর্ল পাটির  সেলিম মাহামুদ আম, ৪ জন প্রার্থী তাদের দলীয় মনোনয়ন প্রতীক বরাদ্দ পেয়েছেন। আগামী ৫ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩ হাজার ৭৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৯৬ জন এবং নারী ভোটার ১ লাখ ৯৪ হাজার ৬৪৮ জন। ১২টি ইউনিয়নে মোট ১১৫ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


প্রসঙ্গত :


গত ৩০ সেপ্টেম্বর বার্ধক্যজনিত কারণে লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল মারা যান। তার মৃত্যুতে ৪ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ৫ নভেম্বর ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024