শারদীয়া দূর্গোৎসবের বিসর্জন অনুষ্ঠান সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাশ। জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় কক্সবাজার পৌরসভার নির্বাহী কর্মকর্তা সরওয়ার সালাম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উজ্জল কর,সাধারণ সম্পাদক বেন্টু দাশ,জেলা ট্রাফিক পুলিশের প্রতিনিধি টি আই আমজাদ হোসেন, মনিটরিং কমিটির সদস্য রতন দাশ, স্বপন পাল,উদয় শংকর পাল,সাংবাদিক দীপক শর্মা দীপুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


সভায় বিসর্জন অনুষ্ঠান সুষ্ঠভাবে সম্পন্ন করতে প্রতিমা বিসর্জনের রুট নির্ধারন এবং এসব রুটে ট্রাফিক ব্যবস্থা ও আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নানান সিদ্ধান্ত গ্রহন করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024