|
Date: 2023-10-15 15:53:25 |
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক অটোচালকে মৃত্যুর খবর পাওয়া গেছে।
জানাযায় ১৫ অক্টোবর রবিবার রাতে একটি অটো ঘাটাইলের ধলাপাড়া থেকে সাগরদিঘি যাওয়ার পথে আষাঢ়িয়া চালা বাসস্ট্যান্ড থেকে একটু দূরে বটতলী মোড়ে বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে অটোটি দুমরে মুচরে যায়। আর দুমরো মোচরানো অটোর ভিতর থেকে অটো চালকের লাশ উদ্ধার করা হয়।
নিহত অটো চালকের নাম বায়জিদ মিয়া। নিহত বায়জিদ পাশ্ববর্তী মধুপুর উপজেলার গাংগাইর দক্ষিণ পাড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।
© Deshchitro 2024