এক লক্ষ পিচ ইয়াবা টেবলেট পাচারের মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে। একইসাথে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।


সোমবার (১৫ অক্টোবর) কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন এ রায় ঘোষণা করেন। একই কার্যালয়ের জেলা নাজির বেদারুল আলম এ তথ্য জানিয়েছেন।


দন্ডিত আসামী হলো : কক্সবাজারের রামু’র খুনিয়াপালং ইউনিয়নের পেঁচারদ্বীপের মাংগালা পাড়ার আলী আকবর প্রকাশ বুলু।


রাষ্ট্র পক্ষে একই আদালতের পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ এবং আসামীর পক্ষে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম মামলাটি পরিচালনা করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024