|
Date: 2023-10-15 11:27:10 |
যশোরের অভয়নগরে ঐতিহ্যবাহী নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫অক্টোবর) সকালে বিদ্যালয়ের ক্লাস রুমে ওই সমাবেশ উপলক্ষে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পীরজাদা শাহ্ ফরিদ জাহাঙ্গীরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা নির্বাহী কমকর্তা কে. এম. আবু নওশাদ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসান্ত কুমার বিশ্বাস। এসময় অন্যান্যেদের বক্তব্য রাখেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হামিদ, অভিভাবকদের মধ্যে বক্তব্যে রাখেন, সৈয়দ রিপন, নাজমুল নাহার মুক্তা, সুরাইয়া আক্তার শিমুু, মাহাফুুজা আক্তার প্রিয়া। এসময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় গণমাধ্যম কর্মী, অভিভাবকগণ। মা সমাবেশ শেষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মিসেস আরঞ্জুমন্দ বানু রুবীকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
© Deshchitro 2024